ইউনিয়ন কৃষি কমিটির সভার কার্যবিবরনীঃ
তারিখ ও সময়ঃ-০৭/১১/২০১৯ খ্রিঃ সকাল ১০ ঘটিকা ।
সভাপতিঃ জনাব মোঃ হাবিবুর রহমান গাজী
চেয়ারম্যান ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ
ও
সভাপতি ইউনিয়ন কৃষি পূনবার্সন বাসত্মবায়ন কমিটি।
সভার স্থানঃ- ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষ
সভার আলোচ্য বিষয়ঃ উপজেলা কৃষি পূর্নবাসন বাসত্মবায়ন কমিটি কর্তৃক উপ বরাদ্ধকৃত ৬৫ জন ভূট্টা চাষী ও ১০ জন সরিষা চাষীর প্রথমিক অগ্রাধিকার তালিকা চূড়ান্ত অনুমোদন ।
সূত্রঃ- উপজেলা নির্বাহী অফিসার,চাঁদপুর সদর,চাঁদপুর এর স্মারক নং-৫৯৮(৩০) তাং-০৬/১১/২০১৯ ।
সভায় উপস্থিত সদস্যগনের নাম ও স্বাÿর
ক্রমিক নং |
নাম |
পদবী |
স্বাক্ষর |
|
জনাব মোঃ হাবিবুর রহমান গাজী |
সভাপতি |
স্বাক্ষরিত |
|
জনাবা সাহিদা বেগম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাবা শিল্পি আক্তার |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাবা জাহেদা বেগম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ হাকিম গাজী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ কালাম বেপারী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ বজলুল গণি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ মোশারফ হোসেন বেপারী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ সেলিম বেপারী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ দেলোয়ার হোসেন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ বারেক খান |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ আবুল হোসেন খান |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব মোঃ ফারম্নক সরকার |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব খোকন চন্দ্র চক্রবর্তী(SAAO) |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাবা সিণগ্ধা রায় (SAAO) |
সদস্য |
স্বাক্ষরিত |
|
জনাব আব্দুর রশিদ (SAAO) |
সদস্য সচিব |
স্বাক্ষরিত |
সভার সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যর পর আলোচ্য সূচী মোতাবেক বক্তব্য প্রদানের জন্য ইউনিয়ন কৃষি পুনর্বাসন বাসত্মাবায়ন কমিটির সদস্য সচিব ও এসএএও আব্দুর রশিদ কে অনুরোধ করেন। সদস্য সচিব আব্দুর রশিদ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। তিনি সভাকে জানান যে, উপজেলা কৃষি পুনর্বাসন বাসত্মবায়ন কমিটি চাঁদপু সদর এর স্মারক নং ৫৯৮ (৩০) তাং ০৬/১১/২০১৯ মোতবেক অত্র ইউনিয়নের অনুকুলে ৬৫ জন ভুট্টা চাষি ও ১০ জন সারিষা চাষীকে প্রনোদনা প্রদর্শনী বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় প্রত্যেক ভুট্টা চাষি ০১ বিঘা জমি আবাদের জন্য ২ কেজি বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন এবং প্রত্যেক সরিষা চাষী ১ বিঘা জমি আবাদের জন্য ০১ কেজি বীজ ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। এ ফসলগুলো প্রদর্শনী আকারে বড় রাসত্মা ও হাট বাজারের পাশে আবাদ করার পরামার্শ দেন। কারণ তা পরবর্তীতে বিভিন্ন উর্দ্ধতন কর্তৃপÿ পরিদর্শন করবেন।
সদস্য সচিব এর ব্যক্তবের পর ভুট্টা ও সরিষার (৬৫+১০)=৭৫ জন চাষির প্রাথমিক অগ্রাধিকার তালিকা সভায় উপস্থাপন করেন এসএএও খোকন চন্দ্র চক্রবর্তী। উপস্থাপিত অগ্রাধিকার তালিকা নিয়ে সভায় উপস্থিত সদস্যগন বিসত্মারিত আলোচনা পর সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।
তালিকা সংযুক্তঃ
আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপ-বরাদ্দকৃত ৬৫ জন ভুট্ট ও ১০ সরিষা চাষির তালিকা মত বিতরণ ও চাষাবাদ কার্যক্রম মনিটরিং করার জন্য এসএএও গণনকে অনুরোধ করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অবগতি ও কার্যার্থে অনুলিপি দেওয়া হলঃ-
১। উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা কৃষি পূনর্বাসন বাসত্মাবায়ন কমিটি,চাঁদপুর সদর,চাঁদপুর।
২। উপজেলা কৃষি অফিসার ও সদস্য সচিব উপজেলা কৃষি পূনর্বাসন বাসত্মাবয়ন কমিটি,চাঁদপুর সদর,চাঁদপুর।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS