এক নজরে
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ হলো ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে হাইমচর উপজেলার ইউনিয়ন পরিষদ হচ্ছে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ।
১) ইউনিয়নের নাম- ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ,ই-মেইলঃ gazipurhaimchar@gmail.com,ফেইজবুকঃ
২) আয়তন-২,০০ (একর)।
৩) লোকসংখ্যা – ১২,০০০ জন।
৪) গ্রামের সংখ্যা- ৯টি ।
৫) মৌজার সংখ্যা-২টি।
৬) হাটবাজার সংখ্যা - ২টি (মনিপুর এবং গাজীপুর কুতুবপুর বাজার) ।
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – নদী পথ,।
৮) শিক্ষার হার- ৮০.৭৭%
৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়-০১টি।
১০) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় নাই।
১১) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাই।
১২) হাফিজিয়া মাদ্রাসা-০১ টি।
১৩) কলেজ –নাই।
১৪) কামিল মাদ্রাসা-০টি।
১৫) মসজিদের সংখ্যাঃ ২ টি।
১৬) মন্দিরের সংখ্যাঃ নাই।
১৭) গনকবরস্থানঃ ০২ টি।
১৮। ।ঈদগাহ- ঈদগাহ- ২টি।
১৯। ব্যাংকঃ ০১টি ( ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং) ।
২০) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ হাবিবুর রহমান গাজী
২৪) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –মনিপুর দারুসসুন্নাত ছালেহীয়া মাদ্রাসা।
২৫) ঐতিহাসিক / পর্যটন স্থানঃ পিকনিক স্পট।
২৬) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- প্রক্রিয়াধীন (অস্থায়ী ভবন)
২৭) নব গঠিত পরিষদের বিবরণ-
১) |
শপথ গ্রহণের তারিখ |
২৭/০৮/২০১৮ |
২) |
প্রথম সভার তারিখ |
২৮/০৮/২০১৮ |
৩) |
মেয়াদ উর্ত্তীনের তারিখ |
২৯/০৯/২০২২ |
কালের স্বাক্ষী বহনকারী মেঘনার তীরে গড়ে উঠা হাইমচর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো ১নং গাজীপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ১নং গাজীপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।উত্তরে মেঘনা নদী দক্ষিনে নীলকমল,পূর্বে মেঘনা নদী,পশ্চিমে-ঈশানবালা চর।
ক) নাম – ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২.০০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১২,০০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা –৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – নেৌ-পরিবহন/ইঞ্জিন চালিত নেৌকা ।
জ) শিক্ষার হার – ৮৫%। (২০১৬ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০১টি,
ধর্মীয় প্রতিষ্ঠান-১টি
ঝ) মাদ্রাসা-২টি
ঞ) বেসরকারী প্রতিষ্ঠান-এনজিও আনন্দ স্কুল-২টি
ইউ এস টি গনশিক্ষা-১টি
ট) মসজিদ-৩টি
ঠ) ঈদগাহ-১টি
ড) কবর স্থান আছে।
ঢ) আশ্রয়ন কেন্দ্র-১টি
সংগঠন
ক) ক্রীড়া সংগঠন :- নাই,
খ) সাংস্কৃতিক সংগঠন:- নাই,
গ) পেশাজীবি সংগঠন:-মৎস্যজীবি সমিতি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ ইসমাইল গাজী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান :- বনভোজন ও শিক্ষা সফরের জন্য উপর্যুক্ত স্থান।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৬১ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
ঢ) গ্রাম সমূহের নাম –
গাজীপুর-মনিপুর,গাজীপুর কুতুবপুর ও গাজীপুর-বাজাপ্তি।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান – ১ জন।
২) নির্বাচিত পরিষদ সদস্য-১২জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
(উল্লেখ্য যে, অত্র ইউনিয়নের অধিকাংশ জায়গা মেঘনা নদীর ভাংনের কারনে সিংহ ভাগ লোকজন পাশ্ববর্তী জেলা ও সদর উপজেলায় জীবিকা নির্বাহের জন্য বসবাস করিতেছে। যার দরুন মোট জনসংখ্যার অর্ধেক জন্ম নিবন্ধনে লিপিবদ্ধ হয়েছে।
যোগযোগ ব্যবস্থাঃ-
হাইমচর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দুরুত্ব ২০ কিঃমিঃ। হাইমচর উপজেলা থেকে নেৌ-পথে/ইঞ্জিন চালিত নেৌকায় ১নঙ গাজীপুর ইউনিয়ন পরিষদে আসা যায়। নেৌ-পথে ভাড়ার হার-২৫ টাকা (জনপ্রতি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস